۩۞۩ দুই পাশে দুই নেত্রী ধরে খেলেন কষাকষি ۩۞۩
লিখেছেন লিখেছেন ফুলের গন্ধে ঘুম আসে না ২৭ মে, ২০১৩, ১২:২২:৩৮ রাত
আমরা দেশের আমজনগণ
হলাম পাটের রশি,
দুই পাশে দুই নেত্রী ধরে
খেলেন কষাকষি।
এ দিক কষেন সে দিক কষেন
কষেন দিয়ে পাল্লা,
মধ্যিখানে আমরা মরি
কৃষক মাঝি মাল্লা।
দোহাই খোদার কষাকষি
এবার একটু থামান,
এক হয়ে আজ দেশ ও জাতির
সেবায় মাথা ঘামান।
বিষয়: বিবিধ
১৬৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন